PHOTOS

ISIS-K: কাবুল হামলার মূল চক্রী আইএস খোরাসান! এই জঙ্গি গোষ্ঠীর পরিচয় কী?

Advertisement
1/5
An Afghan affiliate of the Islamic State group: আফগান ইসলামিক সংগঠন
An Afghan affiliate of the Islamic State group: আফগান ইসলামিক সংগঠন

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণে একাধিক মানুষের মৃত্যুর নেপথ্যে নাম জড়িয়েছে আইএস খোরাসানের। হামলার দায় স্বীকারও করেছে। তালিবানের পক্ষ থেকেও এই নারকীয় কাণ্ডের তীব্র নিন্দা করা হয়েছে।

2/5
Khorasan - the land of the Sun: খোরাসান
Khorasan - the land of the Sun: খোরাসান

প্রশ্ন হল কারা এই আইএস খোরাসান? আইএস-কে সংগঠন আফগানিস্তানের খোরাসান প্রদেশের নাম নিয়ে এই জঙ্গি নেটওয়ার্ক চালাচ্ছে বলে খবর।

 

3/5
A series of deadly attacks: পর পর আত্মঘাতী হামলা
A series of deadly attacks: পর পর আত্মঘাতী হামলা

 IS-K এবং তালিবান মতাদর্শের দিক থেকে আলাদা। তালিবানের ঘোষিত শত্রুও বলা চলে। আফগানিস্তান দখলের সময় খোরাসানের সঙ্গে সংঘর্ষ হয় তালিবানের, সংবাদমাধ্যমে এমন খবরও প্রকাশ্যে এসেছে।   

4/5
IS-K feel the Taliban are not "hardline enough": তালিবান ও খোরাসান উভয়েই জঙ্গি গোষ্ঠী
IS-K feel the Taliban are not

তালিবান ও খোরাসান উভয়েই জঙ্গি গোষ্ঠী তবে মতাদর্শে ভিন্ন৷ তালিবান দেওবন্দ ভাবধারার। অন্যদিকে, সালাফি আন্দোলনের আদর্শে ব্রতী আইএস খোরাসান। তালিবান যেখানে আফগানিস্তানকে ইসলামিক আমিরশাহী বানাতে চায়, খোরাসানরা সেখানে দক্ষিণ ও মধ্য এশিয়ায় খিলাফত প্রতিষ্ঠা করতে লড়াই চালাচ্ছে। 

5/5
Future Tense: লড়াই জারি রাখার হুঁশিয়ারি
 Future Tense: লড়াই জারি রাখার হুঁশিয়ারি

তাই তালিবানকে তারা দিকভ্রষ্ট এবং কাফেরও বলে থাকে। কাবুল দখলের পর থেকেই তালিবানের বিরুদ্ধে লড়াই জারি রাখার হুঁশিয়ারি দিয়েছে খোরাসান। কাবুল বিমানবন্দরে হামলা কিছুটা সেদিকেই ইঙ্গিতবাহী।





Read More